শিবপুরে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম


শিবপুরে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে ট্রাক চাপায় তাসনিয়া নূরী নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর)  সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসনিয়া নূরী উপজেলার সৃষ্টিঘর সরকার বাড়ীর তারেক সরকারের মেয়ে এবং সৃষ্টিঘর সরকারি প্রাথমিক বিদালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় লোকজন ও নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মত আজও সকালে প্রাইভেট পড়তে যাচ্ছিল সে। এ সময় সৃষ্টিঘর এলাকায় রাস্তা পার হওয়ার মূহুর্তে একটি ট্রাক তাসনিয়াকে চাপা দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ঘটনাস্থল পরিদর্শন করে।



এই বিভাগের আরও