শিবপুর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার, মনজুর এলাহীর নিন্দা

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২২ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১০:১৪ এএম


শিবপুর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার, মনজুর এলাহীর নিন্দা

শিবপুর প্রতিনিধি:
নসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শনিবার বিকেলে তাকে নরসিংদীর আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।


উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, শনিবার সারাদেশে বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচীকে ঘিরে প্রস্তুতি নিচ্ছিল বিএনপি নেতাকর্মীরা। শিবপুরে এই কর্মসূচী বানচাল ও নেতাকর্মীদের মধ্যে আতংক সৃষ্টির জন্য শুক্রবার রাত ৯টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শিবপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। তিনি তার প্রতিবাদ বার্তায় বলেন, আবু ছালেক রিকাবদার শুধু শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। বিনা কারণে পুলিশ গ্রেপ্তার করে এই বীর মুক্তিযোদ্ধার মর্যাদা ক্ষুন্ন করেছে বলে শিবপুরের জনগণ মনে করেন। মনজুর এলাহী অবিলম্বে আবু ছালেক রিকাবদারকে মুক্তির জোর দাবি জানান।



এই বিভাগের আরও