শিবপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৩ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ১১:৩২ এএম


শিবপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
বক্তব্য রাখেন এড. সানজিদা খানম

এস এম আরিফুল হাসান:

নরসিংদীর শিবপুরে জামায়াত, বিএনপির নৈরাজ্য সৃষ্টি ও সারাদেশে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ড চত্বরে এই সমাবেশ করা হয়।


উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোহসিন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাবেক এমপি এড. সানজিদা খানম।


সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সহসভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, একরামুল ইসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মাহফুজুল হক টিপু প্রমুখ। 



এই বিভাগের আরও