শিবপুরে কারণ ছাড়াই বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত করায় ক্ষোভ
১৪ নভেম্বর ২০২২, ০৮:৪৩ পিএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০১:২৮ পিএম

নিজস্ব প্রতিবেদক:
লিখিতভাবে কোন কারণ জানানো ছাড়াই নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত করার অভিযোগ ওঠেছে। আজ সোমবার (১৪ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকায় মৌখিকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার আলতাফ হোসেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানান, নির্বাচনী সকল প্রস্তুতি শেষে রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন নির্বাচন মৌখিকভাবে স্থগিত ঘোষণা করেন। পরে দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রার্থীদেরকে রাতে ফোন করে জানিয়ে দেন ১৪ নভেম্বর ভোট গ্রহণ হবে না। পুণরায় ভোটগ্রহণ কখন হবে তাও জানানো হয়নি। এ নিয়ে প্রার্থী এবং ভোটারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নির্বাচনের জন্য ২৪ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ ও জমা করার দিন ধার্য করা হয়। ১ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ক্রমিক নং বিতরণ করা হয় এবং ১৪ নভেম্বর সোমবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণের পর ফলাফল প্রকাশের দিন তারিখ ধার্য করা হয়েছিল। কিন্তু কোন কারণ ছাড়াই হঠাৎ নির্বাচন স্থগিত করেছেন বলে প্রার্থীরা জানান।
নির্বাচনে সাধারণ অভিভাবক শ্রেণির ৮ জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক শ্রেণির ২ জন সদস্য প্রার্থী ছিলেন। মোট ভোটার ১৭১ জন।
বিদ্যালয়ের নবম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক হারুন ভুঁইয়া ও দ্বীন ইসলাম মোল্লা জানান, সোমবার সকাল ১০ টায় ভোট দিতে এসে দেখি ভোট হচ্ছে না। পরে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি কোন কারণ জানাননি।
নির্বাচনে সাধারণ অভিভাবক শ্রেণির প্রার্থী রিপন মোল্লা, বজলু মিয়া ও স্মরণ দর্জি জানান, ১৩ নভেম্বর রাতে প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম খান মুঠোফোনে আমাদেরকে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান। তবে কেন, কী কারণে স্থগিত করা হয়েছে তা তিনি জানাননি। পরে ১৪ নভেম্বর সকাল ৯ টায় আমরা বিদ্যালয়ে গিয়ে লিখিতভাবে প্রধান শিক্ষকের নিকট নির্বাচন স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের আবেদন রাখেননি এবং নির্বাচন স্থগিত হওয়ার কোন চিঠিও দেননি।
এ ব্যাপারে প্রধান শিক্ষকের নিকট জানতে চাওয়া হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। সকল কিছুই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং নির্বাচনের প্রিজাইডিং অফিসার আলতাফ হোসেন জানেন বলে জানান। প্রিজাইডিং অফিসারের নির্দেশে প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে নির্বাচন স্থগিতের বিষয়টি জানিয়ে দিয়েছি।
শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার আলতাফ হোসেন জানান, উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম খান মৌখিকভাবে আমাকে জানান ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি ইউএনও স্যারকে জানালে স্যারের মৌখিক নির্দেশে নির্বাচন স্থগিত করা হওয়ার বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়ে দেয়া হয়।
এ ব্যাপারে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সাথে মোবাইল ফোনে ও খুদে বার্তা পাঠিয়েও কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার
- মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনে পুড়ল ৬ দোকান
- কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : খায়রুল কবির খোকন
- নরসিংদীতে জুলাই অভ্যুত্থান দিবস পালন
- ১৬ বছরের জুলুমের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
- নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুইজন আটক
- রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
- নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
- আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম
- শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
- শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার
- মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনে পুড়ল ৬ দোকান
- কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : খায়রুল কবির খোকন
- নরসিংদীতে জুলাই অভ্যুত্থান দিবস পালন
- ১৬ বছরের জুলুমের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
- নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুইজন আটক
- রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
- নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
- আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম
- শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা