শিবপুরে নারী অভিবাসী কর্মীদের নেটওয়ার্কিং সভা

১৯ অক্টোবর ২০২২, ০৪:৫২ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০২:৪৭ পিএম


শিবপুরে নারী অভিবাসী কর্মীদের নেটওয়ার্কিং সভা

মোমেন খান:

নরসিংদীর শিবপুরে নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিকরণ কার্যক্রম এর আওতায় ফলোআপ নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শিবপুর উপজেলা কার্যালয়ে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা কার্যালয়ের ইনচার্জ রুবি বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) এর প্রধান পরিচালক লিলি জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও অভিবাসী নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।