শিবপুরে পূজামন্ডপের প্রস্তুতি পরিদর্শনে ইউএনও

২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৩ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫১ পিএম


শিবপুরে পূজামন্ডপের প্রস্তুতি পরিদর্শনে ইউএনও

এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে বিভিন্ন পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত। তিনি গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটি চিনাদী, গড়বাড়ি কালিমন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।


শারদীয় দুর্গাপূজা-২০২২ উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ইউএনও পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে সার্বিক খোঁজখবর নেন।


এসময় ইউএনও বলেন, প্রতিটি মন্ডপে নির্বিঘেœ পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা, মন্ডপগুলোতে অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। তাছাড়া মন্ডপের নিরাত্তার জন্য স্ব স্ব মন্দির কমিটির স্বেচ্ছাসেবক মনোনীত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।


এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম খোরশেদ আলম, দুলালপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র ধর ও বিভিন্ন পুজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজারীবৃন্দ।



এই বিভাগের আরও