আসন্ন কোরবানী ঈদে গরু চুরি রোধে জেলা পুলিশের সচেতনতা সভা

২৩ মে ২০২২, ০৩:৪৯ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২২ পিএম


আসন্ন কোরবানী ঈদে গরু চুরি রোধে জেলা পুলিশের সচেতনতা সভা

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন কোরবানী ঈদকে ঘিরে নরসিংদীর খামারীদের গরু চুরি রোধে সচেতনতামুলক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। সোমবার (২৩ মে) বিকেলে শিবপুর উপজেলার শতাধিক খামারী নিয়ে শিবপুর মডেল থানা প্রাঙ্গনে এই মতবিনিময় সভা করা হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

এসময় সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেছবাহ উদ্দিন আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সচেতনতা সভায় উপজেলার শতাধিক খামারী তাদের সমস্যার কথা তুলে ধরেন। ঈদকে ঘিরে চুরি বন্ধে নানা পদক্ষেপের পাশাপাশি পুলিশি তৎপরতা বৃদ্ধি করার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে।



এই বিভাগের আরও