শিবপুরের দুলালপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনোনীত

১৯ এপ্রিল ২০২২, ০৮:৩১ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৫:২৩ এএম


শিবপুরের দুলালপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনোনীত

শেখ মানিক:

নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী দুলালপুর সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। এই পদে মনোনীত হয়েছেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ। তিনি দুলালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলীনগর গ্রামের মৃত নাজিম উদ্দিন আহমদের ছেলে।

ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ রেজাউল হক উক্ত পরিচালনা কমিটির অনুমোদন দিয়েছেন। গত ৭ এপ্রিল স্বাক্ষরিত পত্রের আলোকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

সৈয়দ মাসুদ পারভেজ বলেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও সুনামের সাথে পালন করবো। এলাকাবাসী ও অভিভাবকদের সাথে নিয়ে মাদরাসার উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান, শিক্ষকদের পাঠদান মানসম্মত পর্যায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো।



এই বিভাগের আরও