শিবপুরের সাধারচর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি শুরু

২২ মার্চ ২০২২, ০৭:২৪ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পিএম


শিবপুরের সাধারচর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি শুরু

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত। ভর্তুকি মূল্যে নি¤œ আয়ের মানুষের নিকট টিসিবির পণ্য ডিলালের মাধ্যমে বিক্রি করা হবে।
ইউপি চেয়ার‌্যমান মোরশেদ আহমেদ এর সভাপতিত্বে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: শাহরুখ খান, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান।


পণ্য বিক্রয় কার্যক্রমের ট্যাগ অফিসার (উপজেলা একাডেমিক সুপার ভাইজার) মোঃ গিয়াস উদ্দিনের তদারকিতে ইউপি মেম্বার জহিরুল হক ভূইয়া জহির, নাজমুল হাসান খোকন, সানোয়ার হোসেন মোল্লা, আব্দুল বাতেন, ইউপি সদস্যা, রিনা বেগম, নাজমুন্নাহার রুমা, নুরুন্নাহার উপস্থিত ছিলেন। ইউএনও জিনিয়া জিন্নাত জানান, সাধারচর ইউনিয়নে ৩৮৫টি কার্ডধারী মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিকার্ডধারী ৪৬০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল, ২ কেজি চিনি পাবে। টিসিবির পণ্য বিক্রয় সকাল ১০ টা থেকে বিকাল ৪ পর্যন্ত চলবে।



এই বিভাগের আরও