শিবপুরে র্যাব পরিচয়ে ট্রাক ভর্তি ভোজ্যতেল ডাকাতি: ৪ জন ডাকাত গ্রেপ্তার
০৩ মার্চ ২০২২, ০৮:২৮ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১০:০৫ এএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে র্যাব পরিচয়ে ট্রাক ভর্তি ৬০ ড্রাম সয়াবিন (পামঅয়েল) তেল ডাকাতির মামলায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো-বগুড়ার সারিয়াকান্দি থানার শংকরপুর উত্তর গ্রামের ওমর ভুইয়ার ছেলে রুবেল রানা (২৮), পটুয়াখালী সদর থানার কেওবনিয়া এলাকার সোবান শিকদারের ছেলে মো: লিটন (৩৭), ঢাকার খিলগাঁও নন্দীপাড়া বটতলা মাইজপাড়া এলাকার সচিন্দ্র সরকারের ছেলে বিজয় (২৫) ও শেরপুরের শ্রীবর্দি এলাকার মো: মিন্টু মিয়ার ছেলে মো: আলামিন (২৭)। তাদের দেয়া তথ্যমতে লুট হওয়া তেল উদ্ধার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, গত ৯ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে কিশোরগঞ্জের এক তেল ব্যবসায়ীর কেনা ৬০ ড্রাম পাম সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচরে ফিরছিল। পথে নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় একটি সাদা রংয়ের নোয়া মাইক্রোবাস ট্রাকটির গতিরোধ করে। এসময় ওই মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পরিহিত কয়েকজন নেমে র্যাব পরিচয়ে ট্রাকের চালক ও হেলপারকে তাদের মাইক্রোবাসে উঠায়। পরে তাদেরকে জোরপূর্বক জুসের সাথে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করে তেলের ট্রাকটি অন্যত্র নিয়ে তেল লুট শেষে খালি ট্রাকসহ চালক ও হেলপারকে বিভিন্ন জায়গায় ফেলে রেখে যায়। এ ঘটনায় তেল মালিক মশিউর রহমান বাদী হয়ে গত ১১ ফেব্রুয়ারি শিবপুর মডেল থানায় ডাকাতির মামলা করেন।
মামলা করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ও ডাকাতি হওয়া স্থানের সিসিটিভি ফুটেজ দেখে বিভিন্ন স্থান থেকে বুধবার রাতে ডাকাতিতে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে শেরপুরের নকলা থানার নকলা বাজারের মেসার্স ওয়ামামা ওয়েল মিলের ভেতর থেকে ২৩টি ড্রাম ভর্তি ৪ হাজার ৭ শত লিটার পামওয়েল সয়াবিন ও ৩৭টি খালি ড্রাম উদ্ধার করা হয়। এসময় ওই মিলের মালিক স্থানীয় ওয়ালী উল্লাহ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে তেল কেনার কথা স্বীকার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, গ্রেপ্তারকৃত আন্ত:জেলা ডাকাতদলের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক, ওয়াকিটকি, সিগন্যাল লাইট ও অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে সুবিধামত তেল, রড ও চাল ভর্তি ট্রাক ডাকাতি করে থাকে। তাদের মধ্যে আলামিনের বিরুদ্ধে ৪টি, লিটনের বিরুদ্ধে ১টি, বিজয়ের বিরুদ্ধে ১টিসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, লুণ্ঠিত ট্রাক, তেল ভর্তি ২৩টি ড্রাম ও ৩৭টি খালি ড্রাম জব্দ করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : খায়রুল কবির খোকন
- নরসিংদীতে জুলাই অভ্যুত্থান দিবস পালন
- ১৬ বছরের জুলুমের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
- নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুইজন আটক
- রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
- নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
- আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম
- শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
- রায়পুরায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের
- রায়পুরায় সাঁড়াশি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী গ্রেপ্তার
- কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : খায়রুল কবির খোকন
- নরসিংদীতে জুলাই অভ্যুত্থান দিবস পালন
- ১৬ বছরের জুলুমের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
- নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুইজন আটক
- রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
- নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
- আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম
- শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
- রায়পুরায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের
- রায়পুরায় সাঁড়াশি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী গ্রেপ্তার