আগাম জামিন পেলেন বিএনপি নেতা মনজুর এলাহী

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪০ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৭:৫৫ পিএম


আগাম জামিন পেলেন বিএনপি নেতা মনজুর এলাহী

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। বুধবার তিনি শিবপুর মডেল থানায় দায়েরকৃত দুটি মামলায় হাজির হয়ে ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেন।


এসময় মামলা দুটির অন্যান্য আসামীরাও আগাম জামিন লাভ করেন। উল্লেখ্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ২৮ ডিসেম্বর মনজুর এলাহীসহ ২৫ জনকে আসামী করে শিবপুর মডেল থানায় দুটি মামলা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এ মামলার আইনি লড়াই করছেন।