শিবপুরের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত

১৭ জানুয়ারি ২০২২, ০৫:৫০ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০৮ এএম


শিবপুরের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জিনিয়া জিন্নাত। তিনি রবিবার ১৬ জানুয়ারী শিবপুর উপজেলায় যোগদান করেন।


সোমবার নতুন ইউএনও জিনিয়া জিন্নাত এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিনসহ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীগ, শিবপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


এসময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ওসি মোঃ সালাহউদ্দিন মিয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস, এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক উপজেলা যায়যায়দিনের প্রতিনিধি এস এম আরিফুল হাসান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।



এই বিভাগের আরও