শিবপুরে দাদী খুনের অভিযোগে নাতী আটক

২৫ ডিসেম্বর ২০২১, ০৬:৪৫ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ এএম


শিবপুরে দাদী খুনের অভিযোগে নাতী আটক

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে দাদীকে খুনের অভিযোগে নাতী জয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিকালে উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর শামীবাগ গ্রামে এই হত্যার ঘটনা ঘটেছে।
গ্রেপ্তারকৃত জয়নাল ওই গ্রামের আসাদ এর পুত্র।

পুলিশ জানায়, ওই গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী রমোজা খাতুন (৭৮) ও তার বড় ছেলে আসাদ এর পুত্র জয়নাল (২৩) এর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার দাদী-নাতীর মধ্যে ঝগড়া হয় এবং কথাকাটাকাটির এক পর্যায়ে নাতী জয়নাল কাঠের লাঠি দিয়ে দাদীর মাথায় এলোপাথারী আঘাত করে। এতে ঘটনাস্থলেই দাদীর মৃত্যু হয়। এঘটনায় নিহতের ছোট ছেলে আলকাছ মিয়া বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

শিবপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আফজাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই হত্যার ঘটনায় নাতী জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।



এই বিভাগের আরও