শিবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতিকে অব্যাহতি
০৬ ডিসেম্বর ২০২১, ০৪:০৭ পিএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামীলীগের দলীয় শৃংখল ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থি নানা অনিয়মের অভিযোগে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হারুন-অর-রশিদ খানকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (০৬ ডিসেম্বর) নরসিংদী জেলা আওয়ামীলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃংখল ভঙ্গ, অনৈতিকভাবে অর্থ আদায়, পদ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শিবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হারুন-অর-রশিদকে অব্যাহতি প্রদান করা হয়। সেই সাথে উপজেলা আওয়ামীলীগের ১নং সিনিয়র সহ-সভাপতি মহসিন নাজিরকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করা হয়। বর্তমান সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিলকে সাথে নিয়ে দলীয় কার্যক্রম গতিশীল করতেও উল্লেখ করা হয় চিঠিতে।
হারুন-অর-রশিদ খান দীর্ঘ ২৫ বছর যাবৎ শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বর্তমানে শিবপুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানও।
এ বিষয়ে জানতে চাইলে মো. হারুনুর রশীদ খান বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে আমি নাকি বক্তব্য দিয়েছি, এমন অভিযোগ কেন্দ্রে জানিয়েছেন বর্তমান ও সাবেক সাংসদ। ২০১৯ সালে পুটিয়া ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে আমার বক্তব্যের একটি অংশ নেত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। এ কারণে আমাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে, তা মিথ্যা। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।
তিনি আরও বলেন, তৃণমূলের আস্থাভাজন নেতা হিসেবে গত ২৫ বছর ধরে আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। আজই আমি একটি আবেদন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠাবো। আমার বিশ্বাস, নেত্রী আমার বিষয়টি পুনর্বিবেচনা করবেন। এই বিষয়ে আমি সংবাদ সম্মেলন করে সব জানাবো।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
- মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় নিহত
- নরসিংদী বড় বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
- মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় নিহত
- নরসিংদী বড় বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ