শিবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

২৪ নভেম্বর ২০২১, ০৪:৪৩ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ এএম


শিবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

শেখ মানিক:
নরসিংদীর শিবপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নূরে আলম (৪২) নামে  সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামী গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে নরসিংদী সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নূরে আলম শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী গ্রামের আবু বক্করের ছেলে।

তার বিরুদ্ধে ৩টি সিআর মামলায় ২ বছর ৭ মাস সাজা এবং ৬৩ লক্ষ ৩৪ হাজার ৯২৩ টাকা অর্থদণ্ড রয়েছে। 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। সে ২০১৬ সাল হতে পলাতক ছিল।



এই বিভাগের আরও