শিবপুরে ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ

০৫ অক্টোবর ২০২১, ০৪:৩০ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ০৪:২৬ এএম


শিবপুরে ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ

মোমেন খান:

নরসিংদীর শিবপুরে ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহায়তায় মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

এসময় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪৫ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. গিয়াস উদ্দিন ও জাইকার প্রতিনিধি মেরাজুল ইসলাম প্রমুখ।