শিবপুরে আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৪ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পিএম


শিবপুরে আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধি:
শিবপুর উপজেলার যোশর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় যোশর বাজার জেটি প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

যোশর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফাসাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়া মোহন। প্রধান বক্তা ছিলেন শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খান। বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর রহমান ভুলু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল প্রমুখ।



এই বিভাগের আরও