শিবপুরে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

০৮ আগস্ট ২০২১, ০৭:৩৪ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পিএম


শিবপুরে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

মোমেন খান:
নরসিংদীর শিবপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে রবিবার (৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাহরুখ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ।

ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত সেলাই কাজে প্রশিক্ষণ প্রাপ্ত অসহায় ও কর্মহীন সাতজন নারীকে ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।