শিবপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রস্তুতকৃত ঘর পরিদর্শন

২৮ মে ২০২১, ০৪:৪৯ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পিএম


শিবপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রস্তুতকৃত ঘর পরিদর্শন

এস এম আরিফুল হাসান:

"আশ্রয়নের অধিকার" শেখ হাসিনার উপহার' নরসিংদীর শিবপুর উপজেলার ২য় পর্যায়ে বরাদ্দ প্রাপ্ত 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রস্তুতকৃত ঘর সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান।

শুক্রবার (২৮ মে) নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের তত্ত্বাবধানে শিবপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বরাদ্দ প্রাপ্ত ২য় পর্যায়ের গৃহ নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।

এসময় ঘর বরাদ্দপ্রাপ্তরা নির্মাণ কাজের গুনগত মানের বিষয়ে তাদের সন্তুষ্টি জনান। গুণগত মান বজায় রেখে কাজ শেষ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান। তিনি নরসিংদী টাইমসকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সদা তৎপর শিবপুর উপজেলা প্রশাসন।