শিবপুরে ভ্রাম্যমান দুধ ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

১১ এপ্রিল ২০২১, ০২:০৪ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪২ পিএম


শিবপুরে ভ্রাম্যমান দুধ ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ এপ্রিল) উপজেলা প্রশাসান ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মাঠে কেন্দ্রের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, নরসিংদী জেলা পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহিরুল হক মোল্লা হারুন প্রমুখ।



এই বিভাগের আরও