শিবপুর উপজেলা জাতীয় মহিলা পার্টির কমিটি ঘোষণা

০৩ এপ্রিল ২০২১, ১০:০৯ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৯:৫০ এএম


শিবপুর উপজেলা জাতীয় মহিলা পার্টির কমিটি ঘোষণা

মোমেন খান:

নরসিংদী শিবপুরে উপজেলা জাতীয় মহিলা পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ৩ এপ্রিল (শনিবার) উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

এসময় বিথী জাহানকে আহ্বায়ক করে এবং আফরুজা হক কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট শিবপুর উপজেলা জাতীয় মহিলা পার্টির কমিটি ঘোষণা করেন নরসিংদী জেলা জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক অধ্যাপিকা বিলকিস সরকার পুতুল।

এসময় শিবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, সাংগাঠনিক সম্পাদক জহিরুল হক মোল্লা হারুন, দপ্তর সম্পাদক মাহতাব শেখ, উপজেলা কৃষক পার্টির সভাপতি হাফিজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।