রায়পুরার চাঁনপুরের আ’লীগ নেতা বাবুলের যত অপকর্ম
২৪ নভেম্বর ২০১৯, ০৫:২৮ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলীয় ৬ ইউনিয়নের একটি হলো চাঁনপুর ইউনিয়ন। প্রবাসী ও কৃষি নির্ভর ওই চরে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী। দাঙ্গা ফ্যাসাদ, জমি দখল, সেতু নির্মাণ ও বিদ্যুৎ সংযোগের নামে কোটি টাকা চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলন, মাদক ব্যবসা, নারী নির্যাতন, অস্ত্রের মহড়াসহ তার বহুমুখী অপকর্মে অতিষ্ট হয়ে উঠেছেন চরাঞ্চলবাসী।
বর্তমান সরকার ও আওয়ামী লীগ যেখানে শুদ্ধি অভিযানকে গুরুত্ব দিচ্ছে সেখানে দিনের পর দিন বাবুলের এসব অপকর্ম চলে আসলেও দেখার যেন কেউ নেই। প্রাণনাশের ভয় ও রাজনৈতিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে মামলা দূরের কথা মুখ খুলতেও সাহস পায় না ভুক্তভোগীরা। বিগত সময়ে একাধিক হত্যাসহ নানা অপকর্মের ঘটনায় বাবুলের বিরুদ্ধে মামলা হলেও প্রভাব বিস্তার করে এসব মামলা থেকে পার পেয়ে গেছে।
অভিযুক্ত বাবুল মিয়া ওরফে গাঁজা বাবুল চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সরেজমিন গিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে বাবুলের অতীত ও বর্তমান সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে।
বাবুলের পূর্ব পরিচয়: বাবুলের দাদা নিজ পরিবারসহ গ্রামের মানুষের সাথে ঝগড়াঝাঁটিতে লিপ্ত থাকতো। এসব কারণে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তাকে এলাকা ছাড়া করেন। এসময় পাশর্^বর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এসে শশুর বাড়িতে আশ্রয় নেন বাবুলের দাদা। তৎকালীন সময় থেকেই অভাব অনটনের কারণে খেয়ে না খেয়ে দিন কাটতো ওই পরিবারটির। পরবর্তীতে অভাবের তাড়নায় শূণ্য হাতে ঢাকায় চলে যায় বাবুলের পরিবার। তারপর থেকে তেঁজগাওয়ে বসবাস শুরু বাবুল ও তার পরিবারটির। ছোট ভাইসহ চুরি, ছিনতাই, মাদক সেবন ও বিক্রিসহ সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অপরাধ জগতে প্রবেশ করে বাবুল মিয়া। এভাবেই বস্তি এলাকায় গাঁজা বাবুল হিসেবে পরিচিত হয়ে ওঠে বাবুল।
চরাঞ্চল চাঁনপুরে ফেরা: ঢাকার তেজগাঁওয়ের টোকাই বাবুল মিয়া ওরফে গাঁজা বাবুল ২০১৫ সালে রায়পুরার চাঁনপুর এলাকায় ফিরে আসেন। এলাকায় ফিরে বাগিয়ে নেন চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, বাবুল আগে কখনও আওয়ামী লীগের কর্মী বা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন কী না জানা নেই। দলীয় রাজনীতির বিষয়ে বাবুল নিজেই সাংবাদিকদের বলেন গ্রামে আমি নতুন আওয়ামী লীগ। আওয়ামী লীগে পদ পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিগত ৪ বছরে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন বাবুল মিয়া। এক সময়কার টোকাই বাবুল এখন কোটি কোটি টাকার মালিক।
অপরাধ করে কোটিপতি: এলাকায় চাঁদাবাজি, জমিদখল, দুর্নীতি, সন্ত্রাস, মাদক সেবন ও বিক্রি, অবৈধভাবে বালু উত্তোলন করে সাধারণ মানুষের ক্ষতি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন সন্ত্রাসী বাবুল।
স্থানীয়রা জানান, মেঘনার শাখা নদীতে কালিকাপুর টু বালুয়াকান্দি সেতুর অনুমোদন করাতে এক জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে ঘুষ দেওয়ার নামে প্রায় ১১ লক্ষ টাকা চাঁদা আদায় করেন বাবুল। বগডহরিয়াকান্দি ও কালিকাপুর গ্রামবাসীর নিকট থেকে অর্থনৈতিক স্বচ্ছলতার ভিত্তিতে ২ থেকে ৬ হাজার টাকা করে মোট ১১ লাখ টাকা আদায় করা হয়।
এছাড়া চাঁনপুর ইউনিয়নে দেয়া হচ্ছে ৯ হাজার বিদ্যুৎ সংযোগ। এরমধ্যে সম্পন্ন হয়েছে ৩ হাজার বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ। নিয়ম অনুযায়ী প্রতি সংযোগের বিপরীতে সাড়ে ৪ শত থেকে সাড়ে ৮শত টাকা গ্রাহক ফি নির্ধারিত থাকলেও হাতিয়ে নেয়া হয়েছে ৫ থেকে ৬ হাজার টাকা। সংযোগপ্রাপ্ত ৩ হাজার গ্রাহকের নিকট থেকে আদায় করা হয়েছে দেড় কোটি টাকার উপরে।
গ্রাহকদের অভিযোগ চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া ও তার সহযোগীরা নিজেদের ছাপানো রশিদের মাধ্যমে আদায় করেছেন এসব চাঁদার টাকা। বাবুল ও তার সহযোগী সন্ত্রাসীদের নির্ধারিত চাঁদার টাকা পরিশোধ না করলে দেয়া হয় না বিদ্যুৎ সংযোগ। অনেকে চাঁদার টাকা পরিশোধ করেও পাননি বিদ্যুৎ সংযোগ।
সম্প্রতি বিদ্যুৎ সংযোগের নামে চাঁদাবাজির অভিযোগে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের মামলায় গ্রেফতার হয়ে এখন জামিনে আছেন বাবুল মিয়া।
ভুক্তভোগীদের অভিযোগ, চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মেঘনা নদীর পাড়ে ৪ থেকে ৫ বিঘা জমির মালিক বাবুল নিজে। সেখানে বাংলো ও এক নেতার বাজার গড়ে তোলার জন্য উদ্যোগ নেয় বাবুল মিয়া। এই বাংলো ও বাজার বাস্তবায়নের জন্য রেকর্ডভুক্ত খাসজমিসহ ২০/২৫ জন ব্যক্তির মালিকানাধীন ২৫ বিঘার উপরে বালু ফেলে ভরাট করে দেড় কোটি টাকা মূল্যের জমি দখল করে নিয়েছে বাবুল ও তার সন্ত্রাসী বাহিনী। এতে জমি হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। এছাড়া মেঘনা নদী থেকে অবৈধভাবে নিয়মিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করেন বাবুল মিয়া। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি টাকার মালিক হয়েছেন বাবুল।
দাঙ্গা, হত্যা ও লুটপাট: ২০১৬ সালে বাবুলের নেতৃত্বে সৃষ্ট এক টেঁটাযুদ্ধে খুন হন কালিকাপুর গ্রামের কাপড় ব্যবসায়ী রহিমা মিয়া (৩৫)। এসময় লুটপাট করা হয় খুন হওয়া রহিমসহ তার সমর্থক ও আত্মীয় স্বজনের বাড়ি-ঘর, টাকা পয়সা, গরু, ছাগল, হাঁস, মুরগিসহ যাবতীয় মালামাল। এ টেঁটাযুদ্ধের কারণে পলাতক লোকজনের কাছ থেকে হত্যা মামলা মীমাংসার কথা বলে জোর করে আদায় করা হয় প্রায় দেড় কোটি টাকা। এছাড়াও চলতি বছর বাবুলের বালু তোলার ড্রেজারে বাধা দেয়ায় রাতের আধারে খুন হয় হান্নান মিয়া (৩৫) নামে এক জেলে। এই মামলায় বাবুল অভিযুক্ত হলেও প্রভাব বিস্তার করে পার পেয়ে যায়।
অস্ত্র প্রদর্শন ও নারী নির্যাতন: অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে একাধিক নারী নির্যাতনের অভিযোগ রয়েছে বাবুলের বিরুদ্ধে। লোকলজ্জার ভয়ে নীরবে এলাকা ছেড়ে ঢাকায় পাড়ি জমিয়েছেন নির্যাতিতা ও পরিবারের সদস্যরা। নারী নির্যাতনসহ মাদক ব্যবসার অভিযোগ রয়েছে তার ছোট ভাই বাচ্চু ও আকতার ওরফে সাচ্চুর বিরুদ্ধেও। এছাড়া বাজারের চা স্টলে বসে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে লোকজনকে ভয়ভীতি দেখানো নিয়মিত কাজ আওয়ামী লীগ নেতা বাবুলের।
কালিকাপুর গ্রামের কালু মিয়া, বাছির মিয়া, শহিদ মিয়া, আরিজ মিয়া ও মুক্তিযোদ্ধা নাসির মিয়া, আবুল খায়েরসহ বেশ কয়েকজন গ্রামবাসী অভিযোগ করে বলেন, বিদ্যুতের জন্য ৫ হাজার করে টাকা নিছে। আমরা এখন পর্যন্ত মিটার পাইনি। এলাকার মানুষ কৃষিকাজ করে কষ্ট করে চলাফেরা করে, এদের কাছ থেকে জোরজবর করে টাকা নেয়া হয়েছে। ৫ হাজার করে টাকা না দিলে বাড়ি ঘরে হামলা করছে। টাকা দিতে হবে, না দিলে বাবুল মিয়া দেশছাড়া করবে।
কালিকাপুর গ্রামের হাজী আ: রশিদ, এনামুল হক, মনির মিয়া, নবী হোসেন, হারুন মিয়া ও জিলানীসহ বেশ কয়েকজনের অভিযোগ, বাবুল মিয়া সেতু নির্মাণের নামে সরকারি দপ্তরে ঘুষ দেয়ার কথা বলে জনপ্রতি ৫ থেকে ৬ হাজার করে শতাধিক মানুষের নিকট থেকে ১১ লাখ টাকা আদায় করে। কিন্তু সেতুর কোন খোঁজ খবর আজ পর্যন্ত নেই।
একই গ্রামের নূরুল ইসলাম, সেলিম মিয়া, আমেনা বেগম, আলেক মিয়া, শাহজালাল, রতন মিয়া ও মুক্তিযোদ্ধা বরজু মিয়ানহ বেশ কয়েকজন বলেন, ক্ষমতার দাপটে বাবুল মিয়া জমির মালিকদের কাউকে কিছু না বলেই জমিতে বালু ফেলে ভরাট করে দখল করে নিয়েছে। এলাকা ছাড়া হওয়া ও প্রাণভয়ে কেউ আইনের আশ্রয় নেয় না।
মোহিনীপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে ঢাকায় বসবাসকারী অবিভক্ত ঢাকা মহানগর তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল মাহমুদ বলেন, আমি বাবুলের চাঁদাবাজিসহ নানা অপকর্মের প্রতিবাদ করায় আমাকে প্রাণনাশের হুমকি দেয় সে। এ ঘটনায় তার বিরুদ্ধে খিলগাঁও থানায় জিডি করেছি।
এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বাবুল বলেন, স্থানীয় জনসাধারণের সাথে সভা করে আলোচনার মাধ্যমেই বিদ্যুতের চাঁদার টাকা আদায় করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগের জন্য খুটি ও মিটার আনতে এসব টাকা খরচ হয়েছে। অন্যান্য সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। জমি দখলের প্রশ্নই আসে না, এসব জমি আমার কেনা।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর রায়পুরা জোনাল অফিসের জিজিএম ছিদ্দিকুর রহমান বলেন, চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগের নামে চাঁদাবাজি বন্ধে গণশুনানি করা হয়েছে। তার পরও যারা টাকা আদায় করেছেন তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, বাবুলকে আমরা বিদ্যুতের একটি মামলায় গ্রেপ্তার করেছিলাম, এখন সে জামিনে আছে। এছাড়া মামলাটি দুদকে চলে গেছে, দুদক সেটি তদন্ত করছে। অন্যান্য বিষয়ে কোন লিখিত অভিযোগ আমরা পাইনি, পেলে সে যেই হউক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- নরসিংদী উপজেলা চেয়ারম্যানের কক্ষে ভাংচুর, ক্ষতিপূরণ আদায় করে মীমাংসা করলেন ইউএনও
- মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
- মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
- আলোকবালীতে সেতু বাস্তবায়নে আন্দোলন কমিটি গঠন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- নরসিংদী উপজেলা চেয়ারম্যানের কক্ষে ভাংচুর, ক্ষতিপূরণ আদায় করে মীমাংসা করলেন ইউএনও
- মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
- মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
- আলোকবালীতে সেতু বাস্তবায়নে আন্দোলন কমিটি গঠন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি