রায়পুরায় স্ত্রীকে উঠিয়ে আনতে গিয়ে ব্যবসায়ী হত্যা: স্ত্রীসহ ৭ জনের নামে মামলা
২৬ অক্টোবর ২০১৯, ১২:৫০ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় শশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে শফিকুল ইসলাম (৩০) নামে এক টেলিকম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও শালাসহ ৭ জনকে আসামী করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে নিহত শফিকুলের বড়ভাই আল আমিন বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি করেন।
গত বুধবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টায় রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ গ্রামে শফিকুলকে কুপিয়ে হত্যা করা হয়। শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের ইটনা দিঘিরপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে শফিকুল নরসিংদী শহরের ইনডেক্স প্লাজায় মুঠোফোনের ব্যবসা করতেন। তার স্ত্রী রহিমা আক্তার শিবপুর শহীদ আসাদ কলেজের ছাত্রী ও নরসিংদী সদরের চরাঞ্চল করিমপুরের শ্রীনগরের শামীম মিয়ার মেয়ে। শামীম মিয়া হাসনবাদ গ্রামের সুরুজ মৃধার বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, কলেজে ভর্তির সময় রহিমার সঙ্গে পরিচয় হয়েছিল শফিকুলের। গত ২ অক্টোবর নরসিংদীর একটি কাজী অফিসে তাদের বিয়ে হয়। বিয়ের সপ্তাহ পার না হতেই পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন শফিকুল। এ নিয়ে কলহের একপর্যায়ে সংসার না করে বাবার বাড়িতে চলে আসেন রহিমা।
বুধবার দুপুরে শফিকুল ইসলাম কয়েকজন যুবকসহ সশস্ত্র অবস্থায় শ্বশুরবাড়িতে হাজির হন। এ সময় স্ত্রীকে জোর করে নিয়ে যাওয়ার সময় শ্বশুরবাড়ির লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে হট্টগোল ও সংঘর্ষের একপর্যায়ে শফিকুলকে এলোপাতাড়ি কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থল থেকে দুইটি ককটেল উদ্ধার করা হয়।
নিহতের বড়বোন শারমিন আক্তার জানান, একবছর বয়সী মেয়ে ও স্ত্রী ঘরে আছে শফিকুলের। তার সাথে এমন ঘটনা ঘটে যাবে আমরা বিশ্বাসই করতে পারছি না। কে বা কারা আমার ভাইকে এভাবে হত্যা করলো তা ওই রহিমাই (স্ত্রী) বলতে পারবে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, টাকা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আটক নিহতের স্ত্রী রহিমা আক্তার ও শাশুড়ি মর্জিনা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত