রায়পুরায় মাদক সেবনের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

০২ মার্চ ২০২৩, ০৫:১৭ পিএম | আপডেট: ০২ মে ২০২৪, ০১:২৫ এএম


রায়পুরায় মাদক সেবনের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

রায়পুরা প্রতিনিধি:

নরসিংদী রায়পুরায় গাঁজা সেবনরত অবস্থায় সেবনের সরঞ্জামসহ দুই যুবককে আটকের পর তিনদিনের বিনাশ্রম কারাদনণ্ড ও ২ শত টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙা হুমায়ুন সাধুর মাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) শফিকুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মির্জানগর ইউনিয়নের বাঙালি নগর গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে রুবেল (২৭), একই ইউনিয়নের উত্তর মির্জানগর গ্রামের দুদু মিয়ার ছেলে এয়াসিন (২২)।

ভ্রাম্যমান আদালতের বিচারক শফিকুল ইসলাম বলেন, উপজেলার হাঁটুভাঙা এলাকায় হুমায়ুন সাধুর মাজার থেকে নিষিদ্ধ গাঁজা সেবনের সময় দু’জনকে হাতেনাতে আটক করে নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের প্রত্যেককে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২ /১ ধারায় তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা পরিদর্শক আবুল কাসেমসহ তার টিম উপস্থিত ছিলেন।