ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা: ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর, দুইজন আটক

০৪ ডিসেম্বর ২০২২, ০৫:২৬ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০২:০২ এএম


ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা: ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর, দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরার মির্জারচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিক হত্যাকান্ডে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম আটকের তথ্য নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় জানাননি।

হত্যার পর থেকে ওই ইউনিয়নে থমথমে ও শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তীতে বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রোববার বিকাল পৌণে ৩টার দিকে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে সদর হাসপাতাল মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিকালে রায়পুরা উপজেলা অডিটোরিয়াম মাঠে জানাজা শেষে মির্জারচরে জানাজা ও দাফন করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে নদী ভাঙ্গন রোধে পরিদর্শনে শান্তিপুর এলাকায় যান মানিক। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে নৌকা যোগে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



এই বিভাগের আরও