পলাশে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৮ আগস্ট ২০২০, ০৫:১৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পিএম


পলাশে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে গাঁজাসহ সামছুল খন্দকার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান হামিদ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরআলীনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত সামছুল খন্দকার চরসিন্দুর ইউনিয়নের চরআলীনগর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন যাবত পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে।


এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত সামছুল খন্দকার একজন পেশাদার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। শুধু তাই নয়, ইতিপূর্বে তার বিরুদ্ধে পলাশ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।



এই বিভাগের আরও