পলাশে নির্মাণের ১০ দিনেই ধসে পড়ছে সড়ক
২৬ আগস্ট ২০২০, ০২:১৫ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১১:০৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলায় প্রয়োজনীয় তদারকির অভাবে এলজিইডি এর গ্রামীণ উন্নয়ন সড়ক নির্মাণে চলছে ব্যাপক অনিয়ম। নিম্নমানের ইট, বালি, কার্পেটিং দিয়ে কোনো রকম তৈরি করা হচ্ছে কোটি কোটি টাকার বরাদ্দকৃত গ্রামীণ উন্নয়ন সড়ক। যার কারণে নির্মাণের কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়ছে অধিকাংশ সড়ক। ঠিকাদারদের এসব অনিয়মের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো রকম পদক্ষেপ। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় তদারকির অভাবে সড়ক নির্মাণে দুর্নীতির সুযোগ নিচ্ছে ঠিকাদাররা।
জানা যায়, কয়েকমাস আগে এলজিইডির জিডিবি ৪ প্রকল্পে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের সানের বাড়ি স্কুল থেকে শরিফখান মাজার সড়কের ২ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ করা হয়। সড়কটি নির্মাণের ১০ দিনের মধ্যে ধসে পড়ে এর অধিকাংশ স্থান। নিম্নমানের কাজের কারণে সড়কটির এই বেহাল অবস্থা হয়েছে বলে অভিযোগ করেন সড়কের পাশে বসবাসরত বাসিন্দারা।
সানের বাড়ি গ্রামের মকবুল হোসেন জানান, করোনার শুরুতে সড়কটি নির্মাণের কাজ শুরু হয়। ঠিকাদার কামাল হোসেন নিম্নমানের ইট ও কার্পেটিং ব্যবহার করে কোনো রকম করে সড়কটি নির্মাণ করেন। যার কারণে নির্মাণের ১০ দিনের মধ্যে সড়কের অনেক স্থান ধসে পড়ছে। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও কোনো খোঁজখবর নেয়নি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার কামাল হোসেন জানান, বৃষ্টির কারণে সড়কের কিছু স্থান ধসে যায়। যা পরবর্তীতে ঠিক করে দেয়া হবে।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, ঠিকাদার কামাল হোসেনের নির্মিত অধিকাংশ সড়কই নিম্নমানের হওয়ায় নির্মাণের কিছুদিনের মধ্যে তা ভেঙে যায়। গত বছর জিনারদীর গাবতলি গ্রামে নির্মিত সড়কটি উদ্বোধনের আগেই ধসে পড়ে। পরে স্থানীয়দের তোপের মুখে পুনরায় সংস্কার করেন ঠিকাদার কামাল হোসেন। এ দিকে ঠিকাদারদের দ্বারা একাধিক সড়কের বেহাল অবস্থা হলেও এসব অনিয়মের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি ।
এসব বিষয়ে জানতে পলাশ উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুসের সাথে যোগাযোগ করা হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে রাজি হননি।
তবে এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ আবু জাকির সেকান্দার বলেন, নিম্নমানের কাজের ওপর কোনো ঠিকারদের ছাড় দেওয়া হবে না। বিষয়গুলো খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন