পলাশে ইউএনও’র উদ্যোগে করোনায় আক্রান্তদের খাদ্য সহায়তা প্রদান অব্যাহত

০৩ জুলাই ২০২০, ০১:২৮ এএম | আপডেট: ২১ মে ২০২৫, ১২:২৩ এএম


পলাশে ইউএনও’র উদ্যোগে করোনায় আক্রান্তদের খাদ্য সহায়তা প্রদান অব্যাহত

আল-আমিন মিয়া:

নরসিংদীর পলাশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০২ জুলাই)  সকালে পলাশ উপজেলায় করোনায় আক্রান্ত বিভিন্ন রোগীদের মধ্যে খাদ্যসহায়তা দেয়া হয়।  

বাড়ি বাড়ি গিয়ে করোনা আক্রান্তদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এছাড়া করোনাকে ভয় না পেয়ে সামাজিক সচেতনতায় করোনাকে জয় করে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জানান, দেশে করোনা সংকট আসার পর থেকেই জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশক্রমে ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সার্বিক তত্বাবধানে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতকরণসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাছাড়া করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া দরিদ্র অসহায় মানুষদের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করার পাশাপাশি ব্যক্তিগতভাবেও ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে বলেও জানান আমিনুল ইসলাম।