পলাশে চিকিৎসকসহ আরও ১৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১ শ’ ছুই ছুই

১২ জুন ২০২০, ০১:০১ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৭ এএম


পলাশে চিকিৎসকসহ আরও ১৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১ শ’ ছুই ছুই

আল-আমিন মিয়া:

নরসিংদীর পলাশ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০০ ছুই ছুই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ নতুন করে আরও ১৬ জনের করোনা  শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন এ তথ্য জানান। নতুন ১৬ জন নিয়ে পলাশ উপজেলায় ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

তিনি বলেন, নতুন করোনা শনাক্তদের মধ্যে ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়ায় ৬ জন, পৌর এলাকার বাংগালপাড়া ২ জন, জনতা জুট মিলে ১ জন, চরপাড়ায় ১ জন ভাগ্যেরপাড়া ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, পলাশ শিল্পাঞ্চল কলেজে ১ জন, উপজেলার জিনারদী ইউনিয়নের পন্ডিতপাড়া ১ জন,পারুলিয়া ১ জন ও গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে ১ জন।

পলাশ থানা ওসি আরও জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ১৬ জন নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবে না এবং কেউ প্রবেশ করবে না। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের খাবারসহ যা প্রয়োজন পুলিশ এবং এলাকার জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবে।



এই বিভাগের আরও