পলাশে ইজি ফ্যাশনের পক্ষ থেকে কর্মহীন পরিবারে ত্রাণ বিতরণ

২২ মে ২০২০, ০৬:৪৫ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১১:৪৪ পিএম


পলাশে ইজি ফ্যাশনের পক্ষ থেকে কর্মহীন পরিবারে ত্রাণ বিতরণ

আল-আমিন মিয়া:

নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ৮০০ পরিবারে ত্রাণ সহায়তা বিতরণ করেছে ইজি ফ্যাশন লিঃ। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের ৮০০ কর্মহীন পরিবারে এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই।

এসময় উপস্থিত ছিলেন ইজি ফ্যাশনের ডিরেক্টর মোঃ আসাদ চৌধুরী, ইছহাক চৌধুরী ও তৌহিদ চৌধুরী। দেশের এই সংকটকালে মানবিক দিক বিবেচনা করেই ইজি ফ্যাশন লিমিটেডে কর্মরত বিভিন্ন শ্রমিক-কর্মচারীদের সহায়তা করার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ও ইজি ফ্যাশন লিমিটেডের মালিক পক্ষের নিজ গ্রামের বাড়িতে চাল, ডাল, তেল, আলু ও বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণের এসব ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান ইছহাক চৌধুরী।



এই বিভাগের আরও