পলাশে সামাজিক সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

৩০ এপ্রিল ২০২০, ০৬:২৭ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১১:০৮ পিএম


পলাশে সামাজিক সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

আল-আমিন মিয়া:

করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দরিদ্র ৩০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পরী নামে উপজেলার একটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ঘোড়াশাল পৌর এলাকার ভূইয়ার ঘাটে সংগঠনটির নিজ কার্যালয় থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলার ১০ টি সামাজিক সংগঠনের প্রধান সমন্বয়ক আল-মুজাহিদ হোসেন তুষার ও পরী সংগঠনের পরিচালক মাকসুদুর রহমান।

এ সময় মাকসুদুর রহমান জানান, দেশের ক্রান্তিলগ্নের শুরু থেকেই স্বেচ্ছাসেবী পরী সংগঠনটির পক্ষ থেকে সামাজিক সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, সবজি ও সাবান সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। তাছাড়া ঘোড়াশাল পৌর এলাকার একদম দরিদ্র ৩০০ পরিবারের তালিকা তৈরি করে প্রতি সাপ্তাহে একবার তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম করা হচ্ছে। যা দেশের চলমান ক্রান্তিলগ্ন থাকাকালীন অব্যাহত থাকবে।



এই বিভাগের আরও