পলাশে পত্রিকার হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

০৫ এপ্রিল ২০২০, ০৪:১০ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পিএম


পলাশে পত্রিকার হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পলাশ প্রতিনিধি:
মহামারি করোনাভাইরাস সংকটে কর্মহীন হয়ে পড়া নরসিংদীর পলাশ উপজেলায় বিভিন্ন পত্রিকার হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে উপজেলার দরিদ্র হকারদের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু ও সাবান সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। যতদিন পর্যন্ত দেশের এই ক্রান্তিলগ্ন থাকবে-ততদিন পর্যন্ত উপজেলার এসব দরিদ্র হকারদের পাশে থাকার আশাব্যক্ত করেন রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরে-আলম রনি (নয়াদিগন্ত), সাধারণ সম্পাদক মো.আল-আমিন মিয়া (প্রতিদিনের সংবাদ), সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ( জবাবদিহি), দপ্তর সম্পাদক বাইজিদ আহম্মেদ (সময়ের আলো) ও বিভিন্ন পত্রিকার এজেন্ট আজিজুল হক প্রমুখ।



এই বিভাগের আরও