ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে জনসমাগম সীমিত করেছে কর্তৃপক্ষ

২৪ মার্চ ২০২০, ০৫:০০ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম


ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে জনসমাগম সীমিত করেছে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস পরিস্থিতিতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদুৎ কেন্দ্রে জনসমাগম সীমিত করেছে কর্তৃপক্ষ। নিষিদ্ধ করা হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রে বহিরাগতদের প্রবেশ। এই বিদ্যুৎ কেন্দ্রটিতে কর্মরত রয়েছেন ১৪০ জন চীন ও রাশিরায় নাগরিক। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী প্রকাশ কুমার ঘোষ।


তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ১৪০ জন বিদেশী নাগরিক বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। তারা সবাই চীন ও রাশিয়ার নাগরিক। তারা সহ রয়েছেন ১২ শত কর্মকর্তা-কর্মচারী রয়েছে। আর তাদের পরিবার পরিজন মিলিয়ে প্রায় পাঁচ হাজার মানুষ বসবাস করছেন। তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও ভিতরে বসবাসকারী তাদের পরিবারকে এরিয়ার বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বন্ধ করা হয়েছে অফিসার্স ক্লাব। আর ঘোড়াশাল তাপ বিদুৎ কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের শিফটিং ডিউটির ব্যবস্থা করা হয়েছে। আর মাইকিং করে নিষিদ্ধ করা হয়েছে বহিরাগতদের প্রবেশ।


ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী প্রকাশ কুমার ঘোষ বলেন, বর্তমান সময়ের অবস্থার কথা বিবেচনা করে আমরা এই বিজ্ঞপ্তি জারি করেছি। এটাকে এক ধরনের লক-ডাউন বলা যায়। ১৪০ জন চীন ও রাশিয়ার নাগরিকদের ঘিরে যেসব নিরাপত্তা নেওয়া প্রয়োজন তা নেওয়া হয়েছে, পাশাপাশি বন্ধ করা হয়েছে অফিসার্স ক্লাব। প্রবেশ পথে হ্যান্ডসেনিটাইজারও বেসিন এর ব্যবস্থা করা হয়েছে, বন্ধ করা হয়েছে প্রধান ফটক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ চলমান থাকবে।



এই বিভাগের আরও