দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পলাশ থানা পুলিশের বাজার পরিদর্শন

২২ মার্চ ২০২০, ০৫:১০ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৪, ১০:২১ এএম


দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পলাশ থানা পুলিশের বাজার পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস আতংকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার পরিদর্শন করেছে পলাশ থানা পুলিশ ।

রবিবার (২২ মার্চ) পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন পলাশ থানাধীন ওয়াপদা গেইট বাজারসহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন। এ সময় বেশী দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয় না করার ব্যাপারে ব্যবসায়ীদের সর্তক করা হয়।

করোনাভাইরাস পরিস্থিতিতে আতংকিত হয়ে একসাথে প্রয়োজনের অতিরিক্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় না করার জন্য সকলকে আহবান জানানো হয়।

নরসিংদী জেলায় চাল, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যথেষ্ট মজুদ রয়েছে বলে সকলকে অবগত করা হয়। বাজার পরিদর্শন শেষে অফিসার ইনচার্জ পলাশ থানা করোনাভাইরাস বিষয়ে জনতা জুট মিলের জিএম (এডমিন) এর সাথে আলোচনা করেন।

অতি মুনাফালোভী ব্যবসায়ীদের ঠেকাতে নরসিংদী জেলা পুলিশের জোরালো মনিটরিং অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



এই বিভাগের আরও