পলাশে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬ মার্চ ২০২০, ০৪:৪১ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ০১:০২ পিএম


পলাশে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৬ মার্চ) ডিবির উপ পরিদর্শক নূরে আলম হোসাইন ও মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায়  অভিযান পরিচালনা করে পলাশ থানাধীন কালিরহাট এলাকা হতে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো- ১)শফিকুল ইসলাম (৩০), পিতা-আরমান সরকার, সাং-মাঝেরচর, ২) মোঃ ইব্রাহিম (২২), পিতামৃত-মুসলিম মিয়া,সাং-পলাশেরচর, থানা-পলাশ, জেলা-নরসিংদী। এসময় তাদের দখল হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শফিকুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পলাশ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।



এই বিভাগের আরও