পলাশে ডাইং কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

১২ মার্চ ২০২০, ১১:৩৫ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৯ এএম


পলাশে ডাইং কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

পলাশ প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত স্যামরি ডাইং কোম্পানীর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল শিল্পএলাকার ভুইয়ার ঘাট স্থানে প্রতিষ্ঠানটির উত্তর পাশে অবস্থিত কেমিক্যাল গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে থাকা প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি কারখানা কতর্পক্ষ ।

স্যামরি ডাইং কারখানার জিএম মেজর (অব.) আরেফিন সিদ্দিক জানান, সন্ধ্যা সাড়ে পাঁচ টার সময় প্রতিষ্ঠানটির কেমিক্যাল গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়। আগুনে গোডাউনে থাকা সুতা, সুতার কেমিক্যাল, মেশিনারী ও ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়। গোডাউনে লোক না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নুরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আগুনের তীব্রতা বেশি থাকায় পরে গাজীপুরের কালীগঞ্জ, নরসিংদী সদর ও মাধবদীরসহ মোট ৮টি ইউনিট সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসিরউদ্দিন।



এই বিভাগের আরও