পলাশে চিকিৎসা সহায়তা চান কিডনি রোগী আলম মিয়া

০১ মার্চ ২০২০, ০৩:৪২ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম


পলাশে চিকিৎসা সহায়তা চান কিডনি রোগী আলম মিয়া

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার নতুন বাজার এলাকার দিন মজুর আলম মিয়া প্রায় তিনমাস ধরে কিডনি রোগে ভুগছেন। গত কয়েক দিন ধরে অর্থ অভাবে চিকিৎসা করতে না পেরে বাড়িতে শুইয়ে মৃত্যুর পথ গুনতে হচ্ছে তাকে। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় চিকিৎসার জন্য আড়াই লাখ টাকা যোগাড় করতে পারছেন না তার পরিবার।


আলম মিয়ার মা আছিয়া বেগম জানান, পরিবারের বড় ছেলে আলম মিয়া। সংসারের উপার্জনের একমাত্র ভরসারস্থল সে। গত তিনমাস পূর্বে তার কিডনি রোগ ধরা পড়ে। ডাক্তারের পরামর্শে পরীক্ষা-নিরিক্ষা করে তারা জানতে পারেন আলম মিয়ার একটি কিডনি অকেজো হয়ে গেছে। আরেকটি নষ্ট হওয়ার পথে। দ্রুত চিকিৎসা করাতে না পারলে তাকে বাঁচানো সম্ভব নয়। ঋণ করে যতদিন সম্ভব হয়েছে তার চিকিৎসা করিয়েছি। টাকার অভাবে এখন তার চিকিৎসা সেবা বন্ধ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।


আলম মিয়ার চিকিৎসার জন্য প্রায় আড়াই লাখ টাকা প্রয়োজন। যা এই দরিদ্র পরিবারের পক্ষে যোগাড় করা কোনভাবেই সম্ভব নয়। এ অবস্থায় একমাত্র ছেলেকে বাঁচাতে সরকার প্রধানসহ সমাজের বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন অসহায় আলম মিয়ার পরিবার। সহযোগিতার জন্য যোগযোগের নাম্বার- ০১৯৪১ ৯৯১৩৪৫।



এই বিভাগের আরও