শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পলাশে মোমবাতি প্রজ্বলন

১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:০৪ পিএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৫১ পিএম


শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পলাশে মোমবাতি প্রজ্বলন

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে এই মোমবাতি প্রজ্বলন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র মোঃ শরীফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, পলাশ থানার ওসি শেখ মোঃ নাসির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আরিফুর রহমান, প্রমুখ। পরে শহীদ মিনারে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন করা হয়।



এই বিভাগের আরও