পলাশে শিক্ষার্থীদের বেসিক জ্ঞান বৃদ্ধিতে বিশেষ কোর্স চালু

২৫ নভেম্বর ২০১৯, ০৫:২০ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৬ পিএম


পলাশে শিক্ষার্থীদের বেসিক জ্ঞান বৃদ্ধিতে বিশেষ কোর্স চালু

জাহিদুল ইসলাম জাহিদ:
নরসিংদীর পলাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের উদ্যোগে মাধ্যমিক শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও মানসম্মত শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার সানের বাড়ি উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


এতে উপজেলার ৩৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। সভায় ৬ষ্ঠ শ্রেণি ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে বেসিক জ্ঞান বৃদ্ধির উপর বিদ্যালয়গুলোতে বিশেষ কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন। এসময় অন্যন্যাদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন আক্তার প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের এই ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো বাড়িয়ে দিবে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।



এই বিভাগের আরও