পলাশে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

১৬ নভেম্বর ২০১৯, ০৩:১৩ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৪ এএম


পলাশে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পলাশ প্রতিনিধি:
২০১৯-২০ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার (১৬ নভেম্বর) সকালে এ সার ও বীজ বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ও সার ও বীজ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম প্রমুখ।



এই বিভাগের আরও