পলাশে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২২ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ এএম


পলাশে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে ২০১৯-২০ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও মাসকলাই বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৯০ জন কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মো. আমিরুল ইসলাম, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, ডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই প্রমূখ।



এই বিভাগের আরও