পলাশে ভিমরুলের কামড়ে দিনমজুরের মৃত্যু

২৭ আগস্ট ২০১৯, ০৫:১৭ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১১:৪৪ পিএম


পলাশে ভিমরুলের কামড়ে দিনমজুরের মৃত্যু

পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলা গ্রামে ভিমরুলের কামড়ে নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

সোমবার (২৬ আগস্ট) রাতে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলামের মৃত্যু হয়।


স্থানীয়রা জানায়, সোমবার সকালে বাড়ির পাশে একটি তাল গাছের পাতা কাটতে যান নুরুল ইসলাম। এসময় ভিমরুলের কামড়ের শিকার হন তিনি। পরে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশীদ জানান, নুরুল ইসলামের মাথা ও মুখে ভিমরুলের একাধিক কামড়ের চিহ্ন ছিল। কামড়ের কারণে মুখ রক্তাক্ত হয়ে যায়। এতে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে মৃত্যু হয়।



এই বিভাগের আরও