পলাশে “ছেলেধরা আতঙ্ক ও গণপিটুনি রোধে করণীয়” শীর্ষক সভা অনুষ্ঠিত

২৩ জুলাই ২০১৯, ০৩:২৯ পিএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:০২ এএম


পলাশে “ছেলেধরা আতঙ্ক ও গণপিটুনি রোধে করণীয়” শীর্ষক সভা অনুষ্ঠিত

পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে “ছেলেধরা আতঙ্ক ও গণপিটুনি রোধে করণীয়” শীর্ষক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপজেলার ৪৪টি প্রাথমিক বিদ্যালয়, ২৭টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি মাদ্রাসা এবং ৪টি কলেজের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।


সভায় ছেলেধরা আতঙ্ক, গুজব ও গণপিটুনি রোধে স্থানীয়ভাবে করণীয় নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াছমিন, ঘোড়াশাল পৌরসভার মেয়র শরিফুল হক ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো: নাসির উদ্দিন।


সাম্প্রতিক সময়ে নরসিংদীতে এসব অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটেনি উল্লেখ করে বক্তারা বলেন, স্ব-স্ব অবস্থান থেকে ছেলেধরা আতঙ্ক, গণপিটুনি ও গুজব এড়াতে আইন হাতে তুলে না নিয়ে সকলকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়ার জন্য সচেতনতা বাড়াতে হবে। সেই সাথে শিক্ষার্থী ও অভিভাবকদেরও সচেতন করতে হবে।



এই বিভাগের আরও