পলাশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৮ জুলাই ২০১৯, ০৭:৪৪ পিএম | আপডেট: ০৭ মে ২০২৪, ০৩:০৯ পিএম


পলাশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পলাশ প্রতিনিধি ॥
’মৎস্য সেক্টরের সমৃদ্ধি’ সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ সকালে এক র‌্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহব্যাপী কর্মসূচীর সূচনা করেন।
পরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা রুবানা ফেরদৌসী সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ।


এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব মো. শরীফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, ঘোড়াশাল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস.এম সফি, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ।



এই বিভাগের আরও