পলাশে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

০৬ জুলাই ২০১৯, ০৮:৪২ পিএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম


পলাশে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
অভিযুক্ত দপ্তরী ইসমাঈল হোসেন

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর পলাশে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। উপজেলার খাসহাওলা ১৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দপ্তরী ইসমাঈল হোসেনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি।
দপ্তরী ইসমাঈল হোসেন একই উপজেলার সরকার চর গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে।
পলাশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সরেজমিনে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার গজারিয়া ইউনিয়নের খাসহাওলা ১৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ইসমাঈল হোসেন বেশকিছুদিন ধরে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির একাধিক ছাত্রীকে শ্রেণিকক্ষের ভেতরেই অশ্লীল ভিডিও দেখাতো। এসময় শ্রেণিকক্ষের ভেতরেই ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে অশ্লীলতা করতো।
বুধবার (৩ জুলাই) বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর পরিবার দপ্তরীর বিরুদ্ধে প্রধান শিক্ষিকার নিকট এমন অশ্লীলতার লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাটি নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে একে একে ওই দপ্তরীর বিরুদ্ধে আরও একাধিক ছাত্রীর সাথে এমন অশ্লীল আচরণের অভিযোগ উঠে আসে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জুলাই) বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা জরুরি সভা করে ওই দপ্তরী ইসমাঈলকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ ফাতেমা লিনা জানান, স্কুল দপ্তরীর বিরুদ্ধে ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার বিষয়ে এ পর্যন্ত তিন ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন জানান, অভিযোগের ভিত্তিতে
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।