পলাশে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্যপাঠ

২৬ জুন ২০১৯, ১১:৫৮ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৭ এএম


পলাশে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্যপাঠ

পলাশ প্রতিনিধি ॥
”সুস্বাস্থ্যই-সুবিচার ও মাদক মুক্তির অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে মাদক বিরোধী মানববন্ধনে শপথ বাক্যপাঠ করেছে শিক্ষার্থীরা।


আজ বুধবার (২৬ জুন) সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদের প্রধান ফটকের সামনে র‌্যালি শেষে মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাদক বিরোধী এই শপথ বাক্যপাঠ করান পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন।
মাদক বিরোধী শপথ পাঠ ও মানববন্ধনে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, পলাশ থানার ভারপ্রাপ্ত মো. মকবুল হোসেন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আরিফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পেশার মানুষ।



এই বিভাগের আরও