পলাশে ৫২ মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত

২৯ মে ২০১৯, ০৫:৫২ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ এএম


পলাশে ৫২ মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ভাতাপ্রাপ্ত ৪৪০ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৫২ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত করা হয়েছে। বুধবার (২৯ মে) উপজেলা প্রশাসন এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দেয়।

পলাশ উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মনির হোসেন জানান, ২০১৭ সালের ২১ জানুয়ারি মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির ‘গ’ তালিকার আওতাভুক্ত হওয়ায় তাদের ভাতা স্থগিত করা হয়েছে।


পলাশ উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন স্বাক্ষরিত এক নোটিশে ভাতা স্থগিত হওয়া ৫২ জন মুক্তিযোদ্ধার নামের তালিকা উপজেলা নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। তবে কাগজপত্র পুণরায় যাচাই বাছাই করার জন্য আপিলের সুযোগ রয়েছে বলে জানিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়।



এই বিভাগের আরও