আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পলাশে মানববন্ধন

০৬ মার্চ ২০১৯, ০২:৩৬ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম


আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পলাশে মানববন্ধন

পলাশ প্রতিনিধি ॥
“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো” নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই স্লোগানকে সামনে নিয়ে নরসিংদীর পলাশে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে মানববন্ধন পালন করা হয়েছে।


বুধবার (৬ মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের প্রধান ফটকে এই মানববন্ধন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা প্রমূখ। মানববন্ধনে পলাশ সদর মডেল স্কুলের প্রায় ৫০০ ছাত্র-ছাত্রীসহ উপস্থিত সবাই ইভটিজিং প্রতিরোধ ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন।



এই বিভাগের আরও