পলাশে নির্মাণের ১৫ দিনেই ভেঙে গেলো অর্ধকোটি টাকার পাঁকা সড়ক
০৩ মার্চ ২০১৯, ০৬:২৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর পলাশ উপজেলার পন্ডিতপাড়ার গাবতলি গ্রামে উদ্বোধনের আগেই ধসে পড়েছে নতুন নির্মাণ করা একটি সড়ক। নিম্নমানের কাজের কারণেই নির্মাণের ১৫ দিনের মাথায় রাস্তার অনেকাংশে ভেঙে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। আগামী এপ্রিল মাসে সড়কটি উদ্বোধন হওয়ার কথা।
স্থানীয়রা জানান, পাঁচমাস পূর্বে ৫১ লাখ টাকা ব্যয়ে এক হাজার মিটার এই রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয়। গাবতলি গ্রামের প্রায় দুই হাজার বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থার জন্য জিডিপি-থ্রী প্রকল্পের এই রাস্তাটি করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য এমএনএস ট্রেডার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানের নাম থাকলেও রাস্তাটি নির্মাণ কাজ করেন কামাল হোসেন নামে স্থানীয় এক ঠিকাদার।
স্থানীয়দের অভিযোগ রাস্তাটির নির্মাণে পর্যাপ্ত বরাদ্দ থাকলেও ঠিকাদার কামাল হোসেন অধিক মুনাফা লাভের জন্য অনেকটা নিম্নমানের কাজ করেন। যার কারণে নির্মাণের প্রায় ১৫ দিনের মাথায় রাস্তার অনেকাংশ ভেঙে ও ধসে গেছে।
গাবতলী গ্রামের বাসিন্দা মহসীন গাজী বলেন, এই গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি পাকা করণ করার। সরকার রাস্তাটি করার জন্য বরাদ্দ দিলেও ঠিকাদার মানসম্মতভাবে রাস্তাটির কাজ করেছে বলে মনে হচ্ছে না। গত দুই তিন দিনের বৃষ্টিতেই রাস্তার অনেক স্থান ভেঙে গেছে।
একই গ্রামের হারুন গাজী বলেন, রাস্তাটি নির্মাণের সময় ঠিকাদারকে অনেক বার বলা হয়েছে ভাল মানের ইটা ব্যবহার করতে, কিন্তু তারা অনেকটা বাতিল ইটা ও কংক্রিট ব্যবহার করেছে। এছাড়া পিচঢালাইও ছিল অনেক নিম্নমানের। রাস্তার দুই পাশের পাড়গুলোও বাধা হয়নি।
যোগাযোগ করা হলে ঠিকাদার কামাল হোসেন জানান, প্রকল্প অনুযায়ী রাস্তাটির দৈর্ঘ্য ছিল ১ হাজার মিটার। এখানে ৫৫ মিটার বেশি করা হয়েছে। যে স্থানে ভেঙে গেছে তা পুণরায় সংস্কার করে দেওয়া হবে। রাস্তা নির্মাণে কোন নিম্নমানের কাজ করা হয়নি।
পলাশ উপজেলা সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম আরিফ জানান, রাস্তাটি এখনো ঠিকাদার থেকে বুঝে নেওয়া হয়নি। কাজের ত্রুটি পরিক্ষা করার জন্য ঠিকাদার থেকে একবছরের জন্য জামানত রাখা হয়। কোন ত্রুটি থাকলে ঠিকাদার তা সংস্কার করবে। রাস্তাটির কিছু অংশ ভেঙে যাওয়ার বিষয়টি শুনেছি এগুলো সংস্কারের জন্য ঠিকাদারকে বলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে