ঘোড়াশালে বাজার উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

২৩ জানুয়ারি ২০২৫, ০৪:২২ পিএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ এএম


ঘোড়াশালে বাজার উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

আল-আমিন মিয়া:
নরসিংদীর ঘোড়াশালের ঐতিহ্যবাহি সাদ্দাম বাজার উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে ঘোড়াশাল সাদ্দাম বাজারের পাশের সড়কে শতাধিক ব্যবসায়ী এই মানববন্ধন করেন।

শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে উঠা এই বাজারটিতে আগামী ২৬ জানুয়ারি বিআইডব্লিউটিএ কর্তৃক উচ্ছেদ অভিযান পরিচালনা করার কথা রয়েছে।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, কয়েক দিন পর পর রেলওয়ে ও বিআইডব্লিউটিএ বাজারটির জমি নিজেদের দাবি করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। হঠাৎ করে শতাধিক ব্যবসায়ীর আয়ের পথ বন্ধ না করে তাদের পূনর্বাসনের ব্যবস্থা নিয়ে পরে অভিযান পরিচালনা করার আহব্বান জানান তারা।

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঘোড়াশালের বিআইডব্লিউটিএ এর অফিসের সামনে গিয়ে প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল সাদ্দাম বাজার সমিতির সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক নির্মল বাবুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।